মহান স্বাধীনতা দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

views November 2, 2024

গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ২৬মার্চ, ২০২৪ স্বাধীনতা দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম। ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: ফুয়াদ হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো: শাহ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

General Notice