ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

views April 13, 2025

গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩.০৪.২০২৫ইং তারিখ রোববার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মজীবনের উপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম এবং গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সদস্য ডাঃ মনজুর কাদির আহমেদ। দোয়া মাহফিলে গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শেষে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।