অধ্যাপক আলতাফুন্নেসা-এর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের শোক

অধ্যাপক আলতাফুন্নেসা-এর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের শোক

views April 8, 2025

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ও গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সাবেক সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা-এর মৃত্যুতে শোক জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড। ০৭ এপ্রিল, ২০২৫ইং তারিখ সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড সভাপতি ওয়ালিউল ইসলাম বোর্ডের পক্ষ থেকে এক শোক বার্তায় বলেন, অধ্যাপক আলতাফুন্নেসা গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি তাঁর দূরদর্শী চিন্তা ও পরামর্শ দিয়ে ট্রাস্টি বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় অনন্য ভূমিকা রেখেছেন।  এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে আমরা দীর্ঘদিনের একজন সহকর্মী ও বন্ধুকে হারালাম। গণ বিশ্ববিদ্যালয় হারালো একজন পথ প্রদর্শককে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এক শোক বার্তায় মরুহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক আলতাফুন্নেসার স্বামী প্রয়াত এম জাকারিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন। তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে ও এর উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখেন।