মহান স্বাধীনতা দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

views March 26, 2025

গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। ২৬মার্চ, ২০২৫ স্বাধীনতা দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। ফলিত গণিত বিভাগের বিভাগীয় প্রধান কনক চন্দ্র রায়, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষক ডাঃ মোঃ জামিনুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।