গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টিবোর্ডের বিশেষ সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টিবোর্ডের বিশেষ সভা অনুষ্ঠিত

views February 3, 2025

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের বিশেষ সভা ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ইং তারিখ সোমবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড সভাপতি ওয়ালিউল ইসলাম।

সভায় গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন আয়োজনের প্রস্তুতি, সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্তসমূহ, সমাবর্তন বক্তা নির্ধারণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আলতাফুন্নেসা, ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক দিলারা চৌধুরী, শিরীন পারভীন হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল উপস্থিত ছিলেন।