গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নারী পুরুষের সুরক্ষায় আইনের দরকার আছে কিন্তু এই আইনের দ্বারা কোথাও কোথাও নারীর প্রতি বৈষম্য করা হচ্ছে। নারীর প্রতি বৈষম্য দূর করতে নারীর কাজের স্বীকৃতি দিতে হবে। নারীর পারিবারিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ১০মার্চ ২০২৫ইং তারিখ রোজ সোমবার সাভার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “নারীর জীবনমান ও অর্থনৈতিক মুক্তি বিষয়ক” সেমিনারে বক্তরা এসব কথা বলেন। গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ও জাতীয় শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আক্তার এবং বাংলাদেশের নারী উন্নয়ন নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “নারীপক্ষ”-এর সদস্য রওশন আরা।
তাসলিমা আক্তার তার বক্তব্যে বলেন, নারীর নিজস্ব একটা পরিচয় দরকার কিন্তু এখন পর্যন্ত নারীর পরিচয় নিয়ে রাজনীতি চলছে। নারীর পরিচয় নারী গৃহনী, মা কোখনো বা যৌনবস্তু। তিনি আরো বলেন, নারীর কাজের স্বীকৃতির অভাব রয়েছে। ১৯৭১সালের মুক্তিযুদ্ধে নারীরা পুরুষের পাশাপাশি সমানভাবে অবদান রাখলেও নারীর পরিচিতি হয়েছে ধর্ষিতা হিসেবে। এজন্য সমাজের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন দরকার বলে মনে করেন এই নেত্রী। সেমিনারের আরেক বক্তা রওশন আরা বলেন, নারী আন্দোলনের ফলে নারী জীবনে অনেক পরিবর্তন এসেছে। তবে জেন্ডার বৈষম্য এখানো আছে। রাষ্ট্র এখনো নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত চেষ্টার মাধ্যমে অবস্থার পরিবর্তন করতে হবে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি রুবাইয়াত তোহার সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, ফার্মেসী বিভাগের শিক্ষক তানিয়া আহমেদ এবং ক্লাবের সাধারণ সম্পাদক নাসিমসহ অন্যান্যরা।