গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি নির্বাচন এবং রেজিস্ট্রারের অব্যাহতি

31-08-24 admin 0 comment

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সচিব জনাব ওয়ালিউল ইসলাম। ৩১আগস্ট, ২০২৪ইং তারিখ শনিবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ৫২তম সভায় গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদকে অব্যাহিত প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৪ইং তারিখে বর্তমান সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতির মেয়াদ শেষ হবে। তিনি পরপর দু’বার গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ছিলেন।

সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, শিরীন পারভীন হক, জনাব ওয়ালিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল উপস্থিত ছিলেন।