গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ০১ ফেব্রুয়ারি, ২০২৪ (বৃহস্পতিবার) সকালে ছাত্রীদের ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুরুতে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ছাত্রীরা নির্ধারিত ৮ ওভারে বিনা উইকেটে ১৫৫রান করে। ১৫৬রানের টার্গেট নিয়ে মাঠে নামে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ছাত্রীরা। নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬২রান করতে সক্ষম হয় দলটি। ৯৩ রানের ব্যবধানে জয়ী হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ছাত্রীরা। বিকেলে ছেলেদের খেলায় ইংরেজি বিভাগকে ৫রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজনীতি প্রশাসন বিভাগ। বিগত ২৩/০১/২০২৪ইং তারিখ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছাত্রীদের ১৪টি দল ও ছাত্রদের ১৬টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম। রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।