গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৪ শুরু হয়েছে। ২৩ জানুয়ারি, ২০২৪ (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ভালো খেলোয়াড় খুঁজে বের করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে বের হওয়া খেলোয়াড় নিয়ে দল গঠন করে আন্ত; বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া হবে। বিগত বারের ন্যায় বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ প্রতিয়োগিতায় ভবিষ্যতেও গণ বিশ্ববিদ্যালয়ের জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে উদ্বোধনী দিনে আইন বিভাগের সঙ্গে ফলিত গণিত এবং মেডিকেল ফিজিক্সের সঙ্গে বিবিএ বিভাগের ছেলেদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।