জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০মার্চ ২০২৩ইং তারিখ গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম.আবু দায়েন। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন- রাজনৈতিক প্রেক্ষাপট বদলের সাথে সাথে বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাসও বদলে গেছে। তাই বঙ্গবন্ধুকে চিনতে ও বুঝতে তাঁর স্বরচিত তিনটি বই ভালো করে পড়লে তিনি কেমন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তি ছিলেন তা অনুধাবন করা যায়। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বই তিনটিতে বঙ্গবন্ধুর লেখা বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেন-বঙ্গবন্ধুর লেখা পড়ে আমরা সত্যিকারের বঙ্গবন্ধুকে চিনতে পারবো। সাধারণ মানুষের দু:খ দুর্দশা ও অধিকার বঞ্চিত মানুষের কান্না তাকে শিশুবয়স থেকে নাড়া দিয়েছে। মানুষের প্রতি অসীম মমত্ববোধ ও উদারতা আমাদের কাছে তাঁকে করেছে মহামানব। তিনি আদর্শের ও দেশপ্রেমের রাজনীতি করেছেন। বর্তমান সময়ে এমন দেশপ্রেমিক রাজনীতিবিদের বড় অভাব বলেও মন্তব্য করেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নিলুফার সুলতানা ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।