গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে ছাত্রীদের ফুটবলে রাজনীতি ও প্রশাসন বিভাগের সঙ্গে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। বিকেলে ছেলেদের ফুটবল ফাইনালে সিএসই বিভাগকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজনীতি ও প্রশাসন বিভাগ।
৩১ জানুয়ারি, ২০২৩ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন ও ফুটবল এই দুটি ইভেন্টে ছাত্র ও ছাত্রীদের আলাদা খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের খেলায় ফার্মেসী ও ছেলেদের খেলায় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়। ফাইনালের দিন শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম ও রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।