আজি বসন্ত জাগ্রত দ্বারে বর্ণিল আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ
বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো গণ বিশ্ববিদ্যালয়। ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ইং (১ ফাল্গুন, ১৪২৯) মঙ্গলবার বেলা ১১ টায় বেলুন উড়িয়ে বসন্তবরণ উৎসবের উদ্বোধন করেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি বোর্ড সভাপতি ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।
দলীয় সঙ্গীত ’বসন্ত এসে গেছে’ এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। সারাদিনব্যাপী শিক্ষক শিক্ষার্থীদের একক সঙ্গীত, নৃত্য ও দোতারার সুর মোহিত করে রাখে দর্শকদের। অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাস বাংলার আবহে সেজে উঠে।