গণ বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
গণ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক (ইইই) বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ, ২০২২ইং (মঙ্গলবার) নিজ বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মো: করম নেওয়াজ ও রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক বিভাগের বিভাগীয় প্রধান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ইইই বিভাগের শিক্ষক ছামছি আরা। পরে বিদায়ী শিক্ষার্থীদের তৈরি ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।