গণ বিশ্ববিদ্যালয়ে ‘ম্যাগনা কার্টা মহাভাষণ’ কবিতা নিয়ে মুক্ত আলোচনা
সাভার গণ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের সংগঠক, লেখক ও কবি আলেয়া চৌধুরীর ‘জীবন-যুদ্ধ-প্রেম’ নামক বইয়ের ম্যাগনাকার্টা মহাভাষণ কবিতার উপর ৬মার্চ ২০২২ইং তারিখে (রবিবার) এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সভাকক্ষে মুক্ত আলোচনায় কবি আলেয়া চৌধুরী ম্যাগনাকার্টা মহাভাষণ কবিতাটি আবৃত্তি করে বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ই মার্চের ভাষণের সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ। যে ভাষণ মুক্তিকামী বাঙালী জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিল। বঙ্গবন্ধুর ১৮ মিনিটের সেই ভাষণের উপর ভিত্তি করে রচিত হয়েছে এই ম্যাগনাকার্টা মহাভাষণ। ম্যাগনাকার্টা মহাভাষণ কবিতাটি গ্রিনেজ বুক অফ ওয়ার্ল্ডের স্বীকৃতি আদায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- শিক্ষার্থীদের নিজেদেরকে, পিতামাতা ও সর্বোপরি দেশকে ভালবাসতে হবে। বঙ্গবন্ধুকে জানতে হবে, ভালোবাসতে হবে, তার আদর্শকে বুকে ধারণ করে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর মুসাসহ শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেন।