গণ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের সংবিধান ও সমকালীন ভাষা পরিস্থিতি’ শীর্ষক আলোচনা চক্র
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের সংবিধান ও সমকালীন ভাষা পরিস্থিতি’ শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। ২২.০১.২০২২ইং তারিখ শনিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাখাওয়াৎ আনসারী।
মূল আলোচক অধ্যাপক সাখাওয়াৎ আনসারী বলেন, বহুভাষিক দেশে কোন ভাষা কোথায় কতটুকু ব্যবহৃত হবে, সেটা ভাষা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। কোথায় বাংলা, কোথায় ইংরেজি ব্যবহার হবে, সেগুলো নির্দিষ্ট থাকা উচিত। ভাষার ক্ষেত্র চিহ্নিতকরণ খুবই দরকার। কিন্তু পঞ্চাশ বছরেরও এটা হয়নি। সংবিধানের ভাষাগত বিভিন্ন ভুল এবং উপমহাদেশের সংবিধানের তুলনামূলক আলোচনা করেন তিনি। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনসুর মুসা। এতে সঞ্চালনা করেন আয়োজক বিভাগের সিনিয়র প্রভাষক আয়েশা সিদ্দিকা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মো. রফিকুল আলম. বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মো. করম নেওয়াজ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।