কোভিড ১৯, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, ডেলটা,অমিক্রন” – বিজ্ঞান, নৈতিকতা, বৈষম্য
“কোভিড ১৯, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, ডেলটা,অমিক্রন” – বিজ্ঞান, নৈতিকতা, বৈষম্য… বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
৭ ডিসেম্বর, মঙ্গলবার ২০২১ ইং দুপুর ২.০০ টায় বীর উত্তম মেজর হায়দার মিলনায়তন, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ধানমন্ডিতে “কোভিড ১৯, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, ডেলটা, অমিক্রন” – বিজ্ঞান, নৈতিকতা, বৈষম্য… বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজক: গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য নগর হাসপাতাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আলোচক-
১. অধ্যাপক ড. বিজন কুমার শীল, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজী বিভাগ,
গণ বিশ^বিদ্যালয়।
২. অধ্যাপক (ডা:) মো: সায়েদুর রহমান, চেয়ারম্যান, ফার্মাকোলজি বিভাগ,
বিএসএমএমসইউ।