গণ বিশ্ববিদ্যালয় হতে অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারীকে অব্যাহতি
গণ বিশ্ববিদ্যালয় হতে অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারীকে অব্যাহতি
গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. হাসিন অনুপমা আজহারীর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে বিগত ২১/০৬/২০২১ইং তারিখে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চাকুরী হতে অব্যাহতি দেয়া হয়। ড. হাসিন অনুপমা আজহারী জার্মান সরকারের ছাত্রবৃত্তি প্রোগ্রাম DAAD (The Deutscher Akademischer Austauschdienst)-এর আওতায় প্রেরিত অর্থের অবৈধ ও নিয়ম বহির্ভূত ব্যবহার এবং উক্ত ফান্ডের টাকা গণ বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যয় না করে তাঁর নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট এনজিও ও ট্রেনিং সেন্টারে স্থানান্তর ও খরচ করেছেন। তাছাড়া তিনি DAAD প্রকল্প হতে প্রদত্ত অর্থ ব্যবহার ও পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনবিহীন ব্যাংক একাউন্ট খুলে সম্পূর্ণ তহবিল নিজস্ব নিয়ন্ত্রণে পরিচালনা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখাসহ যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে ছাত্রবৃত্তির বিদেশী অর্থ ব্যাংক থেকে একক সিদ্ধান্তে উত্তোলন ও খরচ করেছেন। ড. হাসিন অনুপমা আজহারী গণ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী (ফুলটাইম) শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় বাইরের একটি এনজিও এবং ট্রেনিং সেন্টারের প্রধান কর্ণধার (সেক্রেটারি) হিসেবে নিয়ম বহির্ভূতভাবে দায়িত্ব পালন করে বিশ্বাসভঙ্গ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. হাসিন অনুপমা আজহারীর বিরুদ্ধে প্রমাণিত আর্থিক অনিয়ম ও বিধি বহির্ভূত কার্যক্রমের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।