গণ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ, ২০২০ মঙ্গলবার গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে মুজিব কর্ণারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন ও রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক ও গণ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মীর মুর্ত্তাজা আলী বাবু। এরপর ১২.১ মিনিটে জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়া সারাদিন ধরে মাল্টিমিডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ অন্যান্য রাজনৈতিক কর্মকান্ড প্রদর্শিত হয়। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তোলা বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের উপর লেখা বই নিয়ে সাজানো হয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের মুজিব কর্ণারটি।