গণ বিশ্ববিদ্যালয়ের ৯ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

12-02-20 admin 0 comment

????????????????????????????????????

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ৯ম সিন্ডিকেট সভা ১২ফেব্রুয়ারি, ২০২০ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু সভায় সভাপতিত্ব করেন।
সভায় গণ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরিফ এনামুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোঃ তাইবুল হাসান খান, গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সভায় ৮ম সিন্ডিকেট সভার কার্য বিবরণীর উপর আলোচনা, ১৬ ও ১৭তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া গণ বিশ্ববিদ্যালয়ের সার্ভিস রুলস্ সংশোধনপূর্বক পরবর্তী সভায় উপস্থাপন করে অনুমোদনের সিদ্ধান্ত হয়।