গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড সভা অনুষ্ঠিত 13-02-20 admin 0 comment গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের এক জরুরী সভা ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের সভাকক্ষে ১৩ ফেব্রুয়ারি, ২০২০ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যদের মধ্যে কাজী ফজলুর রহমান, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, বিচারপতি আব্দুর রউফ, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, তাহরুন্নেসা আবদুল্লাহ,অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু উপস্থিত ছিলেন। সভায় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।