শহীদ বুদ্ধিজীবী দিবসে মৃত্যুঞ্জয়ী গোলাম দস্তগীর টিটোর কবরে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবসে মৃত্যুঞ্জয়ী গোলাম দস্তগীর টিটোর কবরে শ্রদ্ধা জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন কুমার শীলের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষক ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার ডেইরী ফার্মের গেটের এক পাশে অবস্থিত টিটোর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। বুদ্ধিদীপ্ত, সদা হাস্যজ্জ্বল এই তরুণ বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর সাভারের কলমা গ্রামে মো: নাছির উদ্দিন ইফসুফ (বাচ্চু) এর নেতৃত্বে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে স্মমুখ যুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করেন এবং এক পর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন। পরে সাভার ডেনরী ফার্মের গেটের একপাশে জঙ্গলে তাকে কবর দেয়া হয়। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর অনুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল জনকণ্ঠ পত্রিকার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই কিশোর মুক্তিযোদ্ধার কবরে একটি স্মৃতি ফলক নির্মাণ করার আবেদন জানালে প্রধানমন্ত্রীর নিদের্শে শহীদ টিটোর বর্তমান স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়।