ভাষাসৈনিক ড. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে শোকসভা
ভাষাসৈনিক ড. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে শোকসভা
একুশে পদক বিজয়ী ভাষাসৈনিক, খ্যাতনামা চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ড. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজে শোকসভা অনুষ্ঠিত হেেয়ছে। ১২ অক্টোবর,২০২০ আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। শোকসভায় অন্যান্যের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকতা ও কর্মচারী এবং গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, চিকিৎসক ও শিক্ষক, কমকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শোকসভায় বলেন, ঢাকা মেডিকেল কলেজের সাবেক এই অধ্যক্ষের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সার্জনকে হারালো। ভাষা আন্দোলনে মির্জা মাজহারুলের অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন জাতি তাঁর এই অবদানের কথা কখনো ভুলবে না। পরে সভায় ড. মির্জা মাজহারুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।