বিজয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর, ২০২০ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, রেজিস্ট্রার ড. এস, তাসাদ্দেক আহমেদ ও সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। বক্তরা বলেন- স্বাধীনতার ৪৯ বছর পরেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের অনেকের কাছে এখনও অজানা। তাই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব অন্তত আমাদের শিক্ষার্থীদের কাছে হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেয়া।