বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প ফুটবলে গণ বিশ্ববিদ্যালয়ের নারী দল চ্যাম্পিয়ন
ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে প্রথমবারের মত অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প নারী দল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয়। আজ বুধবার ১০ এপ্রিল বিকাল ৩টায় সাভার গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়াও বিজয়ী দলের পক্ষে খাদিজা ২টি এবং সীমা ও মেসাইনু ১ টি করে গোল করেন। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হন স্বাগতিক দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হন খাদিজা খাতুন রুমা। খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম (জ্যাকব) এমপি। গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া, পোলার আইসক্রিমের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার সুরঞ্জন কুমার সাহা এবং ইউনাইটেড হাসপাতালের সিইও ফয়জুর রহমান।
এসময় বক্তারা বিজয়ী ও বিজিত দলকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যাবে। আর এই অগ্রগতি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দুরদর্শী নেতৃত্বের কারণে। এছাড়াও তারা আশা প্রকাশ করে বলেন যে, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের হাত ধরেই আজকের দিনের উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দিনগুলোতেও সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।
উল্লেখ্য যে, বিগত ২৯ মার্চ তারিখে প্রথমবারের মত আয়োজিত এই প্রতিযোগিতা উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সারাদেশ থেকে মোট ৬৫ টি বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়েদের মধ্যে ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেটসহ মোট ১০ টি ইভেন্টে এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছেলেদের ফুটবলের মোট ২১ টি খেলা অনুষ্ঠিত হবে।