বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র, একটি মানচিত্র, একটি পতাকা পেয়েছি। বঙ্গবন্ধু কৃষক, শ্রমিক, দিনমজুর তথা আপামর জনতার নেতা ছিলেন। রাজনৈতিক দূরদর্শিতা ও মানবিক গুণাবলীর কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ১৬ মার্চ, ২০২১ইং তারিখ মঙ্গলবার গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গণ বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস, তাসাদ্দেক আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র পরিচালক ডা. রেজাউল হকসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকগণ।