জাতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিলে গণ বিশ্ববিদ্যালয়ের অর্জন
দেশে প্রথমবারের মতো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জাতীয় আন্ত: বিশ্ববিদ্যালয় সাইবার ড্রিলে ২৮৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ বিশ্ববিদ্যালয় ২৮তম স্থান লাভ করেছে। ০১.০৯.২০২১ইং তারিখে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু তার অফিস কক্ষে সাইবার ড্রিলে অংশ নেয়া কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম সেমিস্টারের তিন শিক্ষার্থী মঞ্জুর হাসান, মোঃ রাকিবুল ইসলাম ও আলমগীর হোসেনকে অভিনন্দন জানান। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ করম নেওয়াজ এসময় উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) ২৩ ও ২৪ আগস্ট দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের ২৮৩টি বিশ্ববিদ্যালয়ের মোট ১১০৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং, ইমেজ, ওয়েব হ্যাকিং, ব্লকচেইন সম্পর্কিত মোট ৪৭টি সমস্যার সমাধান করতে হয়। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তার ধারণা দেয়ার জন্য বিজিডি ই-গভ সার্ট এই সাইবার ড্রিলের আয়োজন করে।