গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টিবোর্ডের ৪৯তম সভা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪৯তম সভা ০২ অক্টোবর, ২০২৩ইং তারিখ সোমবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
সভায় ট্রাস্টি বোর্ডের ৪৮তম সভার কার্যবিবরণীর উপর আলোচনা ও অনুমোদন, ১৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, ২০২১-২০২২ অর্থ বছরের অডিট রিপোর্ট অর্থ কমিটি ও সিন্ডিকেটের সুপারিশসহ অনুমোদনের জন্য উপস্থাপন ও ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুমোদনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আলতাফুন্নেসা, ডা. আবুল কাসেম চৌধুরী, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম (আসিফ নজরুল), ফরিদা আখতার, ওয়ালিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন, ট্রেজারার অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী ফজলুর রহমান এবং শিরিন পারভীন হক অনলাইনে অংশ নেন।