গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টিবোর্ডের ৪৭তম সভা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪৭তম সভা ১৭ নভেম্বর, ২০২২ইং তারিখ বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
সভায় ট্রাস্টি বোর্ডের ৪৬তম সভার কার্যবিবরণীর উপর আলোচনা ও অনুমোদন, ১৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, ২০২০-২০২১ অর্থ বছরের হিসাব নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন, ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন, এলএলএমসহ নতুন নতুন প্রোগ্রাম চালুকরণ ও ছাত্রসংখ্যা বৃদ্ধিতে করণীয়সহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, অধ্যাপক দিলারা চৌধুরী, শিরিন পারভীন হক ,অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম (আসিফ নজরুল), ফরিদা আখতার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন, ট্রেজারার অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়ালিউল ইসলাম অনলাইনে অংশ নেন।