গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড সভা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের এক জরুরী সভা ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের সভাকক্ষে ৮ সেপ্টেম্বর, ২০১৯ (রবিবার) অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যদের মধ্যে কাজী ফজলুর রহমান, বিচারপতি আব্দুর রউফ, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
ক্যাপশন: অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ বিশ^বিদ্যালয় ট্রাস্টি বোর্ডের জরুরী সভায় উপস্থিত সদস্যবৃন্দ।