গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
“আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। ০৮ মার্চ, ২০২০ তারিখ সকালে গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এক র্যালী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে মূল গেইটের সামনে এসে শেষ হয়। এ সময় তারা নারী দিবসের শ্লোগান দেয়। দিবসের র্যালীতে নেতৃত্ব দেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।
পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা ও ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী।