গণ বিশ্ববিদ্যালয়ে স্মার্ট পোলট্রি ফার্মিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ে স্মার্ট পোলট্রি ফার্মিং বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৭ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার একাডেমিক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এবং পোল্ট্রি প্রফেশনালস বাংলাদেশ এর সমন্বয়ক অঞ্জন মজুমদার।
গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এবং পোল্ট্রি প্রফেশনালস অব বাংলাদেশ এর যৌথভাবে আয়োজিত সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপফা কমফিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর কান্ট্রি হেড এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. বিপ্লব কুমার সরকার। তিনি প্রথাগত পোলট্রি ফার্ম এবং স্মার্ট ফার্মের মধ্যে গুণগত পার্থক্য এবং কিভাবে স্মার্ট ফার্ম নির্মাণ ও পরিচালনা করা যায় তার উপর বিশদ আলোচনা করেন। এন্টিবায়োটিক ব্যবহার না করেই কিভাবে স্মার্ট পোলট্রি ফার্মে মুরগি পালন সম্ভব সে বিষয়েও তিনি বিশদভাবে আলোচনা করেন। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম খান এর সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন জায়গা থেকে আগত পোলট্রি খামার মালিক ও বিভিন্ন ফিড কোম্পানির প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সঙ্গে জাপফা কমফিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।