গণ বিশ্ববিদ্যালয়ে সিএসই-টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে সিএসই-টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর, ২০২১ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে ঈগল ফাইটার (৮ম সেমিস্টার, সিএসই) কে ৩৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিএসই এক্স স্ট্রাইকারস। খেলার শুরুতে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯ উহকেটে ৭৮ রান সংগ্রহ করে ঈগল ফাইটার। পরে এক্স স্ট্রাইকারস নির্ধারত ওভারে ৩ উইকেটে ১১১ রান সংগ্রহ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ ও রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ। এতে ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফি অর্জন করেন সিএসই বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র আরিফ এবং ম্যান অব দ্য ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন এক্স দলের জনি। কম্পিউটার সায়েন্স ও ইঞ্চিনিয়ারিং বিভাগের মোট ৬টি দলের মধ্যে মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়।