গণ বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ
বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো গণ বিশ্ববিদ্যালয়। ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ (৬ ফাল্গুন, ১৪২৫) সোমবার বেলা ১১ টায় একাডেমিক ভবনের সামনে থেকে বের হয় বসন্ত বরণের র্যালী। ‘ওরে দীপবাসী’ গানের সাথে নৃত্যের তালে তালে এক ঝাঁক শিক্ষার্থী নেতৃত্ব দেয় র্যালীতে। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ শিক্ষক শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
দলীয় সঙ্গীত ’বসন্ত এসে গেছে’ এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। সারাদিনব্যাপী শিক্ষক শিক্ষার্থীদের একক সঙ্গীত, নৃত্য ও দোতারার সুর মোহিত করে রাখে দর্শকদের। অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাস বাংলার আবহে সেজে উঠে। শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশনা ছাড়াও অনুষ্ঠানের শুরুতে উপচার্য, রেজিস্ট্রার, ডীনগণ ও পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যতিক্রমধর্মী পরিবেশনায় আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।