গণ বিশ্ববিদ্যালয়ে ‘ডিকোডিং ডেল্টা ভেরিয়েন্ট’ শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ
গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের জন্য “ডিকোডিং ডেল্টা ভেরিয়েন্ট” শীর্ষক মাসব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। ২০ নভেম্বর, ২০২১ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মোট ৭৪২জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন অনুষদের ডীনগণ এ সময় উপস্থিত ছিলেন।
গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। প্রতিদিন সকাল ও বিকাল দুইভাগে, ২ (দুই) ঘণ্টা করে ১ মাস ব্যাপী এ প্রশিক্ষণের প্রতিটি সেশনে ৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হয়। এতে কোভিড-১৯ কি, এর উৎপত্তি এবং কিভাবে ছড়ায়, ডেল্টা ভেরিয়েন্ট এর আদ্যপ্রান্ত, ভ্যাকসিন কি, কেন নিবো এবং কখন নিবো, ভ্যাকসিন নিলেও কেন মাস্ক পরতেই হবে, কোভিড-১৯ এর ভবিষ্যৎ, কোভিড পরবর্তী অবস্থা নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে ৫০ মার্কের একটি এমসিকিউ টেস্ট নেওয়া হয়। এই টেস্টে কৃতকার্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।