গণ বিশ্ববিদ্যালয়ে ‘ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় চিকিৎসা পদার্থবিজ্ঞানীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় চিকিৎসা পদার্থবিজ্ঞানীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫.০৬.২০২২ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বাংলাদেশী চিকিৎসা পদার্থবিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের রেডিয়েশন অনকোলজি বিভাগের পরিচালক অধ্যাপক ড. সালাউদ্দীন আহমেদ। এছাড়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মোতাহার হোসেন মন্ডল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মো: করম নেওয়াজ এবং রেজিস্ট্রার এস, তাসাদ্দেক আহমেদ। সভায় সূচনা বক্তব্য রাখেন মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাতেমা নাসরিন। মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এতে অংশ নেন।