গণ বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ৫মার্চ ২০২২ইং তারিখে (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আবুল হোসেন। সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, বিভিন্ন সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন, এপ্রিল ও অক্টোবর এর পরিবর্তে সেমিস্টার জানুয়ারি ও জুলাই করাসহ বেশ কিছু প্রোগ্রামের আসন সংখ্যা বৃদ্ধিসহ সংশোধিত সিলেবাস অনুমোদন দেয়া হয়।
একাডেমিক কাউন্সিলের সদস্য গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ডা. মো. ইকবাল হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মোঃ রফিকুল আলম, গনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মুহিবউল্লাহ খোন্দকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদসহ একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।