গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য শফিক খানের মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ে শোকসভা
গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য শফিক খানের মৃত্যুতে
গণ বিশ্ববিদ্যালয়ে শোকসভা
গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, গণস্বাস্থ্য কেন্দ্রের সাবেক সিনিয়র নির্বাহী পরিচালক এবং গণমুদ্রণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিক খান-এর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ ডিসেম্বর, ২০২০ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মিলনায়তনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা। শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডা. ইকবাল হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী এবং ড. রাহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এসময় বক্তারা তাঁর কর্মজীবনের উপর আলোকপাত করে বলেন, শফিক খান ছিলেন অত্যন্ত বিনয়ী, জ্ঞানী, সাদাসিধে এবং কর্মনিষ্ঠ একজন মানুষ। শফিক খান ইচ্ছে করলে তাঁর জীবনটা অন্যভাবে সাজাতে পারতেন কিন্তু বাল্যবন্ধু গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ডাকে সাড়া দিয়ে আমৃত্যু গণস্বাস্থ্য কেন্দ্রের প্রকাশনা ও মুদ্রণ কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। এছাড়া একসময় অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ সম্পাদিত পত্রিকা ‘কণ্ঠস্বর’ প্রকাশে শফিক খানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করা হয়। পরে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। গত ০২.১২.২০২০ ইং তারিখ ভোরে গ্রীন লাইফ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।