গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ১৪ নভেম্বর ২০২০ ইং তারিখে (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, ২০১৯ সালের অক্টোবর সেশনের সিএসই ¯œাতক ও ইংরেজি বিভাগের ¯œাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন ও ইউজিসির নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুযায়ী এপ্রিল ২০২০ সেশনের ¯œাতক ও ¯œাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন। এছাড়া ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের নাম পরিবর্তন করে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ নামকরণ অনুমোদনের সুপারিশসহ বেশকিছু প্রোগ্রামের সিলেবাস পরিবর্তন ও পরিমার্জনের অনুমোদন দেয়া হয়।
একাডেমিক কাউন্সিলের সদস্য গনস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. আবুল কাসেম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. এস, তাসাদ্দেক আহমেদ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সন্ধ্যা রায়, গনস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন ডা. মো. ইকবাল হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক মোতাহার হোসেন মন্ডল, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগণ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সিনিয়র অধ্যাপকগণ এসময় উপস্থিত ছিলেন।