গণ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ২৭তম সভা, ২০২১ শনিবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জুমের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও অর্থ কমিটির সভাপতি জনাব ওয়ালিউল ইসলাম।
জুমে সভায় অংশগ্রহণ করেন অর্থ কমিটির সদস্য ও ট্রাস্টি ড. সালেহ উদ্দিন আহমেদ, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. দেলওয়ার হোসেন, ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ, মাইক্রোবায়োলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল, অর্থ ও হিসাবের বিভাগের পরিচালক মোহাম্মাদ আব্দুল কাদের উপস্থিত ছিলেন। সভায় অর্থ কমিটির ২৬তম সভার কার্যবিবরণীর অনুমোদন, ২০১৯-২০২০ অর্থ বছরের হিসাব নিরাীক্ষা প্রতিবেদন অনুমোদনের জন্য সিন্ডিকেট ও ট্রাস্টি বোর্ডে উপস্থাপনের জন্য সুপারিশ ও ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট আলোচনা ও অনুমোদনের জন্য সিন্ডিকেট ও ট্রাস্টি বোর্ডে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।