গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে শিশুবান্ধব হাসপাতাল বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি
জাতীয় পুষ্টি সেবা (এনএনএস), জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এর ব্যবস্থাপনায় গত ২৮-২৯ মে ২০১৯ ইং গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে শিশুবান্ধব হাসপাতাল বিষয়ে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডাঃ মনজুর কাদির আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ। প্রশিক্ষণ কর্মসূচিতে শিশুর জন্য মায়ের বুকের দুধের গুরুত্ব, মায়ের দুধের উপকারিতা, শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি ও মায়ের স্তনের নানা সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক ডা. কণা চৌধুরী এবং সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। প্রশিক্ষণের সমাপনী দিনে গণ বিশ্ববিদ্যালয়ের সমাপনী দিনে গণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ১০ জন চিকিৎসক ও ১০ জন স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ গ্রহণ করেন।