অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী , সভাপতি, গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর ৮৭তম জন্মদিনে গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা

25-06-22 admin 0 comment

মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন
হয়েছেন প্রাত: স্মরণীয়
সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে
আমরাও হবো বরণীয়।
বরণ্যে অগ্রজ

আপনার ৮৭তম জন্মদিনে গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সকলেই জানি শিক্ষা সংস্কৃতি, বাক স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার আন্দোলনের পুরোধা আপনি। গণ বিশ^বিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে আপনাকে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আপনার জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা গণ বিশ্ববিদ্যালয়ের চলার পথকে করবে আরো সমৃদ্ধ। আপনার দেখানো পথ অনুসরণ করে গণ বিশ্ববিদ্যালয় দেশের উচ্চ শিক্ষায় অনন্য অবদান রাখতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শ্রদ্ধান্তে,

অধ্যাপক ড. মো: আবুল হোসেন
উপাচার্য (ভারপ্রাপ্ত)
গণ বিশ্ববিদ্যালয়