শোক সংবাদ
গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আমজাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৪টায় (২৮.১.২০২০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সকাল ১০ টায় তার শেষ কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে তাকে নিজ গ্রাম বোয়ালিয়াতে দাফন করা হয়। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
ড. মো: আমজাদ হোসেন ২০১৬ সালে ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ২০১৭ সালের ১১ ডিসেম্বর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হন। এর আগে তিনি প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিসিএস ক্যাডার (শিক্ষা) হিসেবে তিনি বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। ড. মো: আমজাদ হোসেন ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী লাভ করেন।