শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

14-12-19 admin 0 comment

????????????????????????????????????

গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ র‌্যালী সহকারে মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে পুস্পস্তবক অর্পণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান করম নেওয়াজ, পদার্থ ও রসায়ন বিভাগের প্রধান মোঃ আশরাফ আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মনিরুল হাসান মাসুম, ডেপুটি রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদসহ বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।