বিজয় দিবস গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ র্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিসহ অন্যান্য সদস্যরা ছাত্র সংসদের ব্যানারে পুস্পস্তবক অর্পণ করে।