গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টিবোর্ডের ৪৮তম সভা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪৮তম সভা ২৩মে, ২০২৩ইং তারিখ মঙ্গলবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
সভার শুরুতে গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে শোক প্রস্তাব গৃহীত হয় ও এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর ট্রাস্টি বোর্ডের ৪৭তম সভার কার্যবিবরণীর উপর আলোচনা ও অনুমোদন, ১৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন আয়োজন, সিন্ডিেেকট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির শূন্যপদ পূরণ, গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য একটি হোস্টেল নির্মাণের উদ্যোগ গ্রহণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, জনাব ওয়ালিউল ইসলাম, অধ্যাপক দিলারা চৌধুরী, শিরিন পারভীন হক, অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম (আসিফ নজরুল), ফরিদা আখতার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন, ট্রেজারার অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ সভায় উপস্থিত ছিলেন।