গণ বিশ্ববিদ্যালয়ের ১৫তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ১৫তম সিন্ডিকেট সভা ১১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় গণ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, ঢাকা-২০আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনসুর মুসা, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ। সিন্ডিকেট সভায় অনলাইনে অংশ নেন সিন্ডিকেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ।
সভায় ১৪তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, ২৪তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট পর্যালোচনা ও ট্রাস্টি বোর্ডে অনুমোদনের জন্য সুপারিশসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।