প্রতি বছর ২৫ সেপ্টেম্বর এই দিনটি বিশ্ব ব্যাপি Pharmacist day হিসেবে পালন হয়ে আসছে বিগত এক যুগ সময় ধরে। গণ বিশ্ববিদ্যালয় ২০১৪ সাল থেকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস নিয়মিতভাবে পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ শে সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ ‘World Pharmacist Day’ উপলক্ষে একটি ওয়েবিনারের আয়োজন করে। এর মূল প্রতিপাদ্য হল “Pharmacy: Always trusted for your health”. এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু, উপচার্য, গণ বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস তাসাদ্দেক আহমেদ, রেজিস্ট্রার গণ বিশ্ববিদ্যালয়, জনাব মিয়াজউদ্দিন মাহমুদ, জেনারেল ম্যানেজার, প্রোডাকশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এ আয়োজনের সভাপতিত্বে ছিলেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে। ফার্মেসি বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের অনুপ্রেরনা দানের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রানবন্ত করে তোলেন। প্রধান অতিথি অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু, তার বক্তব্যে ফার্মেসি বিভেগের সঠিক গঠন এর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি বিভাগের বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের জীবন কে সঠিক ভাবে গড়ে তোলার জন্য পরামর্শ দেন। বিশেষ অতিথি জনাব মিয়াজউদ্দিন মাহমুদ, বাংলাদেশ এর ঔষধ শিল্পে ফার্মাসিস্টদের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ তাহা আলোচনা করেন।
রেজিস্ট্রার মহাদয় ড. এস তাসাদ্দেক আহমেদ তার বক্তব্যে তুলে ধরেন গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র-ছাত্রীদের ঔষধ শিল্পের কাজ করার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো। তিনি, ড্রাগ অরডিন্যান্স ১৯৮২ বাস্তবায়নে গন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি ও গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব ডাঃ জাফরউল্লাহ চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ চালু করার ক্ষেত্রে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর অবদান রয়েছে।
বিভাগীয় শিক্ষক মোঃ খালেকুজ্জামান, তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ফার্মা মার্কেট এর আজকের এই উন্নতির পেছনে ড্রাগ অরডিন্যান্স ১৯৮২ এর অবদান অপরিসীম। আরেক বিভাগীয় শিক্ষক ড.পীযুষ কুমার পাল, তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ফার্মা মার্কেট এখন অনেক বেশি প্রতিযোগিতামূলক।সেই প্রতিযোগিতায় জয়ী হতে চাইলে নিজেকে যোগ্য ভাবে গড়ে তুলতে হবে।
এ আয়োজনে সভাপতি ড: নিলয় কুমার দে, ছাত্র-ছাত্রীদের পরাশুনার পাশাপাশি গবেষণার উপরও বিশেষ গুরুত্ব দিতে বলেছেন এবং অবগত করেন যে, বিভাগীয় শিক্ষার্থীরা তার নিকট হতে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা পাবেন। এছাড়াও, বর্তমান কভিড জনিত দুরসময়ে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর সাধারন গরীব দুখী মানুষের পাশে থাকার কথা উল্লেখ করেন।
এ আয়োজনে শিক্ষার্থীবৃন্দ থেকে যারা বক্তব্য রাখে, ফাতেমা তু জোহরা-৩৫ তম ব্যাচ, সুপ্রিতি খা- ৩৭ তম ব্যাচ,ইরিন জামান ইভা-৩৮ তম ব্যাচ, ইয়ানা সালাম আল দিনু- ৪০ তম ব্যাচ। শিক্ষার্থী বৃন্দ এ সেক্টরে নিজেদের অবস্থান সম্পর্কিত আলোচনা করেন। এ আয়োজনের সঞ্চালনা করেন তন্নিখান ৩৪ তম ব্যাচ। প্রায় ২৮০ জন অংশগ্রহণকারী ওয়েবিনার উপস্থিত থেকে আলোচনা উপভোগ করেন। আজকের ওয়েবিনার টি আয়োজনে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল এ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৩৩ তম ব্যাচের শিক্ষার্থী বৃন্দ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শাকিল-উজ- জামান দীপ (৩৩ তম ব্যাচ)।