Research Compilation Book 2023



Posted on: Nov, 19, 2023

আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সকল রিসার্চ পাব্লিকেশনের একটি সংকলন বইয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ বিভিন্ন বিভাগের আমন্ত্রিত অতিথি এবং মাইক্রোবায়োলজি বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিরা বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন এর ধারাবাহিকতা রক্ষার কথা বলেন। এই বইয়ের কিছু কপি ইউজিসি-এর বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় প্রেরণের কথাও বলেন রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ। অনুষ্ঠানে আগত বিভিন্ন বিভাগের অতিথিরা এই উদ্যোগের জন্য মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: শাহ আলম স্যারের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এই উদ্যোগের ব্যাপারে জনাব মোঃ শাহ আলম স্যার বলেন; ” মাইক্রোবায়োলজি বিভাগের রিসার্চ আর্টিকেলগুলো মূলত Food safety,Antibiotic resistance, Pharmaceutical products, Immunology, Clinical samples, Biomedical science এবং Agriculture এর উপরে। পাবলিকেশনের আর্টিকেল গুলো দেশী এবং আন্তর্জাতিক নামকরা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই গবেষণা পত্র দ্বারা আরো উন্নত মানের গবেষণায় আগ্রহী হবে এবং বিভিন্ন সেক্টরে গবেষণা কাজ করার জন্য প্রকাশিত আর্টিকেলগুলো সহায়ক হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস”। এরপর ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।