Seminar on “Higher Studies and Research in Pharmaceutical Sciences for Drug Discovery and Development”

Department of Pharmacy, Gono Bishwabidyalay organized a scientific seminar on 08 July 2024. The speaker was Md. Masud Parvez, PhD,  Senior scientist-II(Team Lead) of AbbVie Pharmaceuticals, United States. All the faculty members and students enjoyed the seminar very much. The university’s honorable Vice Chancellor and Registrar was present in this scientific seminar. The department will have collaborate with this scientists for higher research.

“বাংলাদেশে ফার্মেসী শিক্ষার বর্তমান ও ভবিষ্যত প্রেক্ষিত গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী শিক্ষার সুযোগ ও সম্ভাবনা “

“বাংলাদেশে ফার্মেসী শিক্ষার বর্তমান ও ভবিষ্যত প্রেক্ষিত গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী শিক্ষার সুযোগ ও সম্ভাবনা “
শীর্ষক মুক্ত আলোচনায় বাংলাদেশে ঔষধ শিল্পের প্রভূত উন্নয়নে ফার্মাসিস্টদের অবদান, দেশে ও বিদেশে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের চাকুরী ও গবেষণার সুযোগ ও সম্ভাবনা, একজন সফল ফার্মাসিস্ট হতে হলে করণীয় কি এবং ফার্মেসীতে ভর্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেবেন গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মোকলেছুর রহমান সরকার।
২০২৪ জুলাই সেশনে ফার্মেসী প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীবৃন্দ, ফার্মেসীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, আগ্রহী গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট ও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ সরাসরি আলোচনায় অংশ নিতে পারবেন।
আলোচনায় অংশগ্রহন ও প্রশ্ন করতে নিচের ফেসবুক ভিজিট করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন

ফার্মেসী বিভাগে “ন্যানোপার্টিকেলস ইন ড্রাগ ডেলিভারী সিস্টেম” সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত “ন্যানোপার্টিকেলস ইন ড্রাগ ডেলিভারী সিস্টেম” শীর্ষক সেমিনার গত বুধবার ৫ই মার্চ একাডেমিক ভবনের ২১০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ড. পীযুষ কুমার পাল। ড. পীযুষ ন্যানোটেকনোলজীর গুরুত্ব, গবেষণা এবং বিভিন্ন সেক্টরে এই টেকনোলজীর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। এছাড়াও ঔষধ শিল্পে ন্যানোটেকনোলজী কাজে লাগিয়ে কিভাবে জীবন রক্ষাকারী ড্রাগ তৈরি করা যায় সে বিষয় উপস্থাপন করেন। উল্লেখ্য ড. পীযুষ পিএইচডি ও পোষ্টডক্টরাল গবেষণায় ন্যানোপার্টিকেল নিয়ে কাজ করেন।

ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মোকলেছুর রহমান সরকার এর উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে সেমিনারটি শুরু হয়। উক্ত সেমিনারে ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ শিক্ষার্থী ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ সহ প্রায় ১২০ জন উপস্থিত থেকে সেমিনারটি উপভোগ করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ পরিদর্শনে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের এক্রিডিটেশন ও এডুকেশন কমিটির প্রতিনিধি দল।

২৮ শে জানুয়ারি, ২০২৪ রবিবার সকালে গণ বিশ্ববিদ্যালয়য়ের ফার্মেসী বিভাগ পরিদর্শন করেন বাংলাদেশ ফার্মেসী এক্রিডিটেশন ও এডুকেশন কমিটির সদস্যবৃন্দ। প্রতিনিধি দলে ছিলেন ফার্মেসী কাউন্সিলের সচিব জনাব মুহাম্মদ মাহবুবুল হক, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির মহাসচিব ড. মোঃ হাসান কাউসার, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের উপ পরিচালক (প্রশাসন) জনাব মোঃ আসিফ হাসান।

সকালে সাভারের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মোকলেছুর রহমান সরকার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এবং ফার্মেসী বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রতিনিধিদলটি ফার্মেসী বিভাগের নতুন  প্রতিষ্ঠিত মেডিসিনাল প্লান্ট গার্ডেন, এনিমেল হাউস, আধুনিক যন্ত্রপাতি সজ্জিত গবেষণাগার ও সুসজ্জিত সেমিনার লাইব্রেরী এবং ক্লাসরুম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রতিনিধিদলটি ফার্মেসী বিভাগের মেডিসিনাল প্লান্ট গার্ডেন, প্রিক্লিনিক্যাল গবেষণার জন্য এনিম্যাল ল্যাবরেটরী এবং সেমিনার লাইব্রেরীর প্রশংসা করেন। প্রতিনিধিদলটি পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং ফার্মেসী বিভাগের শিক্ষকদের সাথে মত বিনিময় করে পরিদর্শনের বিষয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন।