Author: Abdur Rouf
B. Pharm (Hons), 4th Semester Supplementary and Improvement Examination-February-2024(July-2023
B. Pharm (Hons), 3rd Semester Supplementary and Improvement Examination-February-2024
12.02.2024-Notice for semester final examination-October2023 (Held in April-2024)
ফার্মেসী বিভাগে “ন্যানোপার্টিকেলস ইন ড্রাগ ডেলিভারী সিস্টেম” সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ কর্তৃক আয়োজিত “ন্যানোপার্টিকেলস ইন ড্রাগ ডেলিভারী সিস্টেম” শীর্ষক সেমিনার গত বুধবার ৫ই মার্চ একাডেমিক ভবনের ২১০ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ড. পীযুষ কুমার পাল। ড. পীযুষ ন্যানোটেকনোলজীর গুরুত্ব, গবেষণা এবং বিভিন্ন সেক্টরে এই টেকনোলজীর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। এছাড়াও ঔষধ শিল্পে ন্যানোটেকনোলজী কাজে লাগিয়ে কিভাবে জীবন রক্ষাকারী ড্রাগ তৈরি করা যায় সে বিষয় উপস্থাপন করেন। উল্লেখ্য ড. পীযুষ পিএইচডি ও পোষ্টডক্টরাল গবেষণায় ন্যানোপার্টিকেল নিয়ে কাজ করেন।
ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মোকলেছুর রহমান সরকার এর উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে সেমিনারটি শুরু হয়। উক্ত সেমিনারে ফার্মেসী বিভাগের শিক্ষকবৃন্দ শিক্ষার্থী ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ সহ প্রায় ১২০ জন উপস্থিত থেকে সেমিনারটি উপভোগ করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।